ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট, ফরিদপুর
বস্ত্রের বহুমুখী ব্যবহারের ফলে চাহিদা যোগানের সাথে সামঞ্জস্য রাখতে ও বর্তমান বিশ্বের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের অংশীদারিত্ব ধরে রাখতে বাংলাদেশে গড়ে উঠছে অসংখ্য বস্ত্র ও বস্ত্র সংশ্লিষ্ট কারখানা। এ সকল টেক্সটাইল কারখানাতে প্রতিনিয়ত সংযোজিত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির মেশিনারিজ, যার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় দায়-দায়িত্ব পালন করতে হয় বস্ত্র প্রকৌশলী বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে। দেশে দক্ষ টেক্সটাইল প্রকৌশলীর ঘাটতি/দক্ষতা না থাকায় কোন কোন ক্ষেত্রে বিদেশী বস্ত্র প্রযুক্তিবিদদের সহযোগিতা নিতে হয়। বিষয়টি অনুধাবন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে দক্ষ টেক্সটাইল প্রকৌশলী তৈরীর জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশে ১২ (বারো) টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন করেছেন।
ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট এ প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ২০১৮ সালের নভেম্বর মাসে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে ২০২৩ সালে ২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ০৪ (চার) বছর মেয়াদী ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ১ম শিফটে ১৫০ টি আসনে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম চালু করেছে। পরবর্তীতে ২য় শিফট অনুমোদন হওয়ায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষ হতে ১ম শিফটে তিনটি টেকনোলজির (১। ওয়েট প্রসেসিং টেকনোলজি ২। এ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি ৩। ফেব্রিক্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি) প্রতিটিতে ৫০ জন করে মোট ১৫০ জন এবং ২য় শিফটে দুইটি টেকনোলজির ( ১। ওয়েট প্রসেসিং টেকনোলজি ২। ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি) প্রতিটিতে ৫০ জন করে মোট ১০০ জন শিক্ষার্থসহ সর্বমোট ২৫০ জন শিক্ষার্থী এই বিদ্যাপীট হতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করছে। ইতোমধ্যেই এ প্রতিষ্ঠানটি ফরিদপুর জেলায় বেশ পরিচিতি লাভ করেছে। ফরিদপুর বাই পাস সড়কে ফরিদপুর - ঢাকা মহাসড়কের পাশে ০৫ (পাঁচ) একর জায়গার উপর অত্যন্ত নান্দনিক নির্মাণশৈলীর অবকাঠামো বিশিষ্ট ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট ক্যাম্পাস। এ প্রতিষ্ঠানে রয়েছে ০৪ (চার) তলা বিশিষ্ট মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্বলিত একাডেমিক কাম প্রশাসনিক ভবন, অত্যাধুনিক মেশিনারিজ সমৃদ্ধ স্পিনিং শেড (জুট ল্যাব, কটন ল্যাব, এ্যাপারেল ল্যাব এবং ফ্যাশন ডিজাইন ল্যাব), উইভিং শেড (উইভিং ল্যাব এবং অডিটোরিয়াম), ডাইং শেড (ডাইং ল্যাব, টেক্সটাইল টেস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল ল্যাব), ওয়ার্কশপ কাম লাইব্রেরী শেড ( ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং আধুনিক বই সমৃদ্ধ লাইব্রেরী), পদার্থ ল্যাব ও রসায়ন ল্যাব রয়েছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য রয়েছে সুবিশাল কম্পিউটার ল্যাব।
ল্যাবরেটরীগুলোতে শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিয়ে দক্ষ প্রকৌশলী হিসাবে গড়ে তোলা হচ্ছে। দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোর ন্যায় অত্যাধুনিক প্রযুক্তির মেশিন সমৃদ্ধ ল্যাব থাকায় এ প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে গবেষণার সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের লেখাপড়ার মনোনিবেশ করাতে এখানে রয়েছে ০৬ (ছয়) তলা ভবন বিশিষ্ট ওয়াইফাই-সিসি ক্যামেরা সম্বলিত ছাত্র হোস্টেল এবং ০৪ (চার) তলা ভবন বিশিষ্ট ওয়াইফাই-সিসি ক্যামেরা সম্বলিত ছাত্রী হোস্টেল।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের আবাসনের জন্য রয়েছে পৃথক অধ্যক্ষের বাসভবন, ০৪ (চার) তলা ভবন বিশিষ্ট অফিসার্স ডরমেটরী এবং ০৩ (তিন) তলা ভবন বিশিষ্ট স্টাফ ডরমিটরী। ধর্মীয় প্রাথর্নার জন্য রয়েছে ০২ (দুই) তলা বিশিষ্ট নান্দনিক মসজিদ।
ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করে শিক্ষার্থীরা দেশের টেক্সটাইল শিল্পের উন্নয়নে অংশীদার হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভূমিকা রাখবে। ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট ফরিদপুর তথা সমগ্র দক্ষিণাঞ্চলের বেকারত্ব দূলীকরণের ক্ষেত্রে হয়ে উঠবে এক উজ্জ্বল দিশারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস